ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

 বগুড়া প্রেসক্লাবে বিশ্বনবী (সাঃ)-এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

 বগুড়া প্রেসক্লাবে বিশ্বনবী (সাঃ)-এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

(বগুড়া)প্রতিনিধি:
বিশ্বনবী (সাঃ)-এর জন্ম ও ওফাত দিবসে বগুড়া প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বগুড়া প্রেসক্লাবে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ই রবিউল আওয়াল ১৪৪৬ হিজরী, ১৬ই সেপ্টেম্বর (সোমবার) বাদ জোহর বগুড়া প্রেসক্লাবের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের খতীব মুফতি মাওলানা মনোয়ার হোসেন।
বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজাউল হাসান রানু, আব্দুর রহিম বগরা, মীর্জা সেলিম রেজা, মাওলানা বেলায়েত হোসেন, আবুল কালাম আজাদ, রাহাত রিটু, সৈয়দ ফজলে রাব্বী ডলার, এফ শাহজাহান, মমিনুর রশিদ শাইন, জহুরুল ইসলাম এবং মোস্তফা মোঘল প্রমুখ। প্রধান আলোচক মুফতি মাওলানা মনোয়ার হোসেন বলেন রাসুলুল্লাহ (সাঃ)-এর জীবন আমাদের জন্য চিরন্তন আদর্শ। তাঁর পূর্ণাঙ্গ অনুসরণ ছাড়া ইহকাল ও পরকালে শান্তি লাভ সম্ভব নয়। আলোচনা শেষে দেশ, জাতি এবং বগুড়ার প্রয়াত সাংবাদিকদের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়।