ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ , আজকের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

 ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিকে অর্থদণ্ড 

 ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিকে অর্থদণ্ড 

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার  ধুনট উপজেলার  মেডিক্যাল এন্ড বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ আইন অমান্য করায় দুই ক্লিনিক কর্তৃপক্ষকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তন্মধ্যে ধুনট হাসপাতাল সড়কের জনসেবা ক্লিনিককে ৫০ হাজার টাকা এবং মা ফাতেমা ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল  বিকালে ধুনট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আশিক খান এই অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে  জানা গেছে, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আশিক খান জানান, মেডিক্যাল এন্ড বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী ৮ ধারার লঙ্ঘনে ১৩(১) ও (২) এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ও ৫৩ লঙ্ঘনে জনসেবা ক্লিনিকের মালিক রিপনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ৭নং এর ৯ (ঙ) লঙ্ঘনে ১৩(১) ও ২ অনুযায়ী মা ফাতেমা ক্লিনিকের মালিক শামীম আহমেদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন  ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক। এ সময়  পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।