বগুড়ায় পিকআপের চাপায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার কাহালুতে রাস্তার উপর বিছনায় শুয়ে থাকা অবস্থায় অজ্ঞাত এক পিকআপ ভ্যানের চাপায় বুলু মিয়া (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে কাহালু উপজেলার সাবানপুর-কালিপাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত বুলু মিয়া কালিপাড়া ভাগজোর গ্রামের মৃত রমজান আলীর পুত্র। বিষয়টি নিশ্চিত করে কাহালু থানার এস আই মহিউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানা যায় নিহত ব্যক্তি মাছ ধরার জন্য মাঠে বরশি ফেলে কালিপাড়া-সাবানপুরের মাঝামাঝি পথে রাস্তায় বিছানা বিছিয়ে শুয়ে ছিলেন। একটি অজ্ঞাত মুরগি বোঝাই পিকআপ ভ্যান তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন বিষয়টি দেখে আমাদেরকে খবর দেন। তিনি আরও জানান, এঘটনায় নিহতের স্বজনদের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Print [1]