ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

নওগাঁয় ৭ দফা দাবিতে যুব অধিকার পরিষদের মানববন্ধন

নওগাঁয় ৭ দফা দাবিতে যুব অধিকার পরিষদের মানববন্ধন

মোহাম্মদ আককাস আলী : নওগাঁয় ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে  মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ নওগাঁ  জেলা শাখা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪টার নওগাঁ জেলা কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির মোড়ে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‌ঘন্টাব্যাপী কর্মসূচি পালন করে সংগঠনটি। দয়া নয় কর্ম চাই বাঁচার মতো বাঁচতে চাই স্লোগানে দেশে বেকারত্ব মহামারী নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ‌বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৭ দফা ‌প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে ওই কর্মসূচি পালন করা হয়। নওগাঁ জেলা গণ অধিকার পরিষদের ‌সদস্য অধ্যাপক মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক যুব অধিকার পরিষদ নওগাঁ জেলা আসাদুল ইসলামের সঞ্চালনায মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন রাহমুল ইসলাম সভাপতি যুব অধিকার পরিষদ নওগাঁ জেলা, রায়হান হোসেন সহ-সভাপতি যুব অধিকার পরিষদ নওগাঁ, শহিদুল ইসলাম সংগঠনিক সম্পাদক যুব অধিকার পরিষদ নওগাঁ, তুহিন হোসেন যুগ্ম-সাধারণ সম্পাদক যুব অধিকার পরিষদ নওগাঁ, এনামুল হোসেন সহ-সংগঠনিক সম্পাদক যুব অধিকার পরিষদ নওগাঁ, রুবেল উদ্দিন সাহিত্য বিষয়ক সম্পাদক গণ অধিকার পরিষদ নওগাঁ, জিয়াউর রহমান সাবেক আহ্বায়ক যুব গণ অধিকার পরিষদ নওগাঁ, আবু সাদাত বিন সৌখিন সাবেক যুগ্নু আহ্বায়ক নওগাঁ, আফলে সানি সভাপতি ছাত্র অধিকার পরিষদ নওগাঁ জেলা, হাবিবুর রহমান সিনিয়র সহ-সভাপতি ছাত্র অধিকার পরিষদ নওগাঁ, সোহেল রানা সহ-সভাপতি ছাত্র অধিকার পরিষদ নওগাঁ, জাকির হোসেন সভাপতি যুব অধিকার পরিষদ মহাদেবপুর নওগাঁ, সহ প্রমুখ। সভায় বক্তারা, অন্তর্বর্তীকালীন সরকারের নিকট যুব সমাজের ‌কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, যুব সমাজ স্বাবলম্বী হলে দেশের উন্নয়ন সম্ভব। তারা বিগত সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করে বলেন, বিগত সরকার দুর্নীতি ও স্বজনপ্রীতি করেছে তারা শুধুমাত্র তাদের দলীয় লোকদের চাকরি প্রদান করেছে। সাধারণ জনগণের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে, দেশে দুর্নীতি বেড়েছে বেকারত্ব বেড়েছে। তারা যুব সমাজের মেধার কোন মূল্যায়ন করেনি। অবিলম্বে যুব অধিকার পরিষদের ৭ দফা দাবি মেনে নেবার জন্য সরকারের নিকট আহ্বান জানান। একই সাথে যুব সমাজের মেধা যোগ্যতা এবং কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে কাজে লাগাতে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আহ্বান জানান বক্তারা।