প্রকৃত কৃষকদের মাঝে কৃষি কার্ড সহ কৃষি উপকরণের দাম কমাও-বগুড়ায় কৃষক সমিতি
(বগুড়া) প্রতিনিধি:
বাংলাদেশ কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির এক বর্ধিতসভা কৃষকনেতা বীরমুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পালের সভাপতিত্বে অদ্যই বিকাল ৪.৩০মিনিটে উদীচী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কৃষকনেতা পাপ্পুর পিতার মৃত্যুতে ও জুলাই -আগস্টের গণআন্দোলনের সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সুকান্ত শফি কমল, সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন, জেলা কমিটির সহ-সভাপতি এ্যাড লুৎফর রহমান, হুমায়ন কবির, ফিরোজ আকতার পলাশ, সাংগঠনিক সম্পাদক নাদিম মাহমুদ, কৃষকনেতা বীরেন মাহাতো, শফিকুল ইসলাম, দেবব্রত দাস, স্বাধীন চন্দ্র, গৌতম শীল, সাইফুল ইসলাম, কৃঞ্চ মাহাতো, সোহানুর রহমান। সভা পরিচালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক হাসান আলী শেখ। বক্তারা বলেন প্রকৃত কৃষকদের কৃষি কার্ড দাও, সার বীজ সহ সকল প্রকার কৃষি উপকরণের দাম কমাতে হবে, ভূমি অফিসের দূর্নীতি-হয়রানি বন্ধ কর, পল্লী বিদ্যুৎ এর হয়রানি দূর্নীতি বন্ধ কর, নদ-নদীর দখল দূষণ বন্ধ কর।
Print [1]