ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪ , আজকের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

আর্ন্তজাতিক মানবাধিকার আইনী সহায়তাকারী সংস্থা’র আদমদীঘি শাখা অফিস উদ্বোধন   

আর্ন্তজাতিক মানবাধিকার আইনী সহায়তাকারী সংস্থা’র আদমদীঘি শাখা অফিস উদ্বোধন   

( বগুড়া)প্রতিনিধি: আর্ন্তজাতিক মানবাধিকার আইনী সহায়তাকারী সংস্থা’র আদমদীঘি শাখা অফিস উদ্বোধন বগুড়ার আদমদীঘিতে আর্ন্তজাতিক মানবাধিকার আইনী সহায়তাকারী সংস্থা’র শাখা অফিস’র শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকেলে সান্তাহার সোনার বাংলা মার্কেটের তৃতীয় তলায়শাখা অফিস উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের চেতনা’র যশোর জেলা প্রতিনিধি কল্যাণ রায় (জয়ন্ত), আদমদীঘি উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শারমীন আক্তার, নির্বাহী সভাপতি হাবিবা আক্তার, সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা, সহ-সভাপতি কাইফা আক্তার, নেহাল আহসান, সুমাইয়া খাতুন, সাধারন সম্পাদক মুজিবুর রহমান নজির, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রাসেল, নারী ও শিশু বিষয়ক সচিব ঋতু বানু, সহ নারী ও শিশু বিষয়ক সচিব শরিফা বেগম, ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সচিব জাকিরুল ইসলাম জুয়েল, প্রশিক্ষণ বিষয়ক সচিব রানাউল ইসলাম, সহ প্রশিক্ষণ বিষয়ক সচিব আব্দুল মোমিন, উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক সচিব শামছুদ্দিন আকন্দ, মাদক নিরাময় ও পুর্নবাসন বিষয়ক সচিব রবিউল ইসলাম, সহ শিক্ষা বিষয়ক সচিব আদরী খাতুন, সামাজিক নিষ্পত্তি বিষয়ক সচিব রবিউল ইসলাম স্বপন, প্রদীপ প্রামাণিক জয় প্রমুখ নেতৃবৃন্দ। সংস্থাটি সারা বাংলাদেশের নিপীড়িত, নিষ্পেষিত অসহায় মানুষদেরকে আইনী সহায়তা দিয়ে থাকেন। সে লক্ষ্যে আদমদীঘি উপজেলার আপামর সাধারন মানুষের পাশে থাকার প্রত্যয়ে এ শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সংস্থার আদমদীঘি শাখার সভাপতি সাংবাদিক শারমীন আক্তার তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমাদের উপজেলায় আজ থেকে সংস্থাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। যদিও অনেকদিন আগে থেকে আমরা কাজ করে চলেছিলাম। কাজের গতি বৃদ্ধি ও বৃহৎ পরিসরে অসহায় মানুষকে আইনী সহায়তা দেওয়ার লক্ষ্যে আদমদীঘি শাখা অফিস চালু করা হয়েছে। এসময় তিনি তার সকল সদস্যকে উদ্দেশ্য করে আরো বলেন, আপনারা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে এলাকার অসহায় মানুষের পাশে থাকবেন। যেকোন সহযোগিতায় আমি আপনাদের পাশে সর্বদা ছিলাম, আছি এবং থাকবো। শাখা অফিস উদ্বোধন শেষে উপস্থিত সকলকে সংস্থার পক্ষ থেকে মিষ্টিমুখ করানো হয়। অনুষ্ঠান পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেন জাকিরুল ইসলাম জুয়েল।