ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

ভেড়ামারাই বেসরকারি শিক্ষকদের  মানববন্ধন ও স্মারকলিপি পেশ

ভেড়ামারাই বেসরকারি শিক্ষকদের  মানববন্ধন ও স্মারকলিপি পেশ

হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারায় বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ।

মঙ্গলবার সকাল ১১ টার সময়  ভেড়ামারা উপজেলা চত্বরে উপজেলা বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার আয়োজিত বৈষম্য দূরীকরণে মাধ্যমিকে স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের  পূর্ব পর্যন্ত শিক্ষা  প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর  স্বারক লিপির কপি উপজেলা নির্বাহী অফিসার  মিজানুর রহমান এর হাতে  পেশ করেন।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন বেসরকারি স্কুল  ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা মানববন্ধনে  অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন মজিবুর রহমান প্রধান শিক্ষক হাজী আফসার উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, গোলাম মোস্তফা প্রধান শিক্ষক ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়, সালাউদ্দিন আহমেদ প্রধান শিক্ষক বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়, এ কে রাজু আহমেদ প্রধান শিক্ষক জুনিয়াদহ ও মাধ্যমিক বিদ্যালয়, আব্দুল হাই সিদ্দিকী প্রধান শিক্ষক হাজী ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়, জিয়াউল ইসলাম, প্রধান শিক্ষক ডি এম মাধ্যমিক বিদ্যালয়, রুকসানা খাতুন প্রধান শিক্ষক এ এস কে এম পি মাধ্যমিক বিদ্যালয়, তৌহিদুল ইসলাম প্রধান শিক্ষক খফেজান নেছা ও হাজী নিয়ামত উল্লা মাধ্যমিক বিদ্যালয়, জাহাঙ্গীর আলম প্রধান শিক্ষক বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রোকোনুজ্জামান প্রধান শিক্ষক আজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, মুক্তার হোসেন বাহাদুরপুর দাখিল মাদ্রাসা, জামারুল ইসলাম প্রধান শিক্ষক তাহের মাধ্যমিক বিদ্যালয় আবু তাহের প্রধান শিক্ষক সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় প্রমুখ।

শিক্ষকরা বলেন আমরা আজকে ভেড়ামারা উপজেলার বেসরকারি মাধ্যমিক স্কুলের জাতীয়করণের দাবিতে ও  সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন  বন্ধ রাখার দাবিতে মানববন্ধন করেছি এবং শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে। দাবি না মানলে আগামীতে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবো।