
ভেড়ামারায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়া মারায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়
গতকাল রবিবার দুপুর ৩ টার সময ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্ততিমৃলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক জুনিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাবুল ইসলাম, শাহাজান আলী যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান,রওশন আরা সিদ্দিক চেয়ারম্যান বাহিচর ইউনিয়ন পরিষদ, আব্দুস সামাদ চেয়ারম্যান মোকারেমপুর ইউনিয়ন পরিষদ, শামসুল হক চেয়ারম্যান ধরমপুর ইউনিয়ন পরিষদ, আমিরুল ইসলাম আমিরুল ইসলাম মান্নান সভাপতি ভেড়ামারা প্রেসক্লাব, উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন, সমাজ সেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস, শরিফুল ইসলাম ফায়ার সার্ভিস কর্মকর্তা,আবাসিক প্রকৌশলী মাসুম পারভেজ, হেলাল মজুমদার সম্পাদক সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকা, সহকারী অধ্যাপক ডা: নুরুল আমীন বাংলাদেশ জামায়াতে জেলা শাখা স্থায়ী কমিটির সদস্য, আবুদাউদ পৌর বিএনপি ও সাবেক উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডার,জানবার হোসেন সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি ও চাঁদ গ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শামীম রেজা উপজেলা যুবদল ও সাধারণ সম্পাদক রেল বাজার বণিক সমিতি, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি প্রদীপ কুমার সরকার,জেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অসিত কুমার সিংহ রায়, মোশারফ হোসেন সদস্য সচিব যুবদল উপজেলা ভেড়ামারা, হাফিজুর রহমান পৌর যুবদল ভেড়ামারা,হাবিবুর রহমান পৌর আমির জামায়েতী ইসলাম ভেড়ামারা,