কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
ফরিদ আহমেদঃ দুই দফা দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা -কর্মচারীরা।
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড বিআরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণের মাধ্যমে দেশের অর্থ-সামাজিক উন্নয়ন ও গ্রামীণ জনপদে টেকসই ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে সারা দেশে ৮০টি পল্লীবিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী একসাথে মানববন্ধন পালন করেছে।
বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। তা স্বত্ত্বেও পর্যাপ্ত মূল্যায়ন পাচ্ছেনা তারা। এর কারণ হিসেবে পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের দ্বৈত নীতিকে দায়ী করেন মানববন্ধনকারীরা। দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত কর্মীরা একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ-পদবি, বেতন-ভাতা, বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হচ্ছেন বলে দাবি করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল) মোঃ মোকসেমুল হাকিম, ডেপুটি জেনারেল ম্যানেজার মির্জা কে ই তুহিন, আনন্দ কুমার কুন্ডু, মোঃ আনসার উদ্দিন, মোহাম্মদ খায়রুল বাসার ভূঞা, সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) মোঃ মনিরুল ইসলাম, জুনিয়ার ইঞ্জিনিয়ার সোহেল রানা প্রমুখ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।