দৌলতপুরে এসএসসি ব্যাচ ১৯৮৬ এর প্রথম মিলন মেলা অনুষ্ঠিত
খন্দকার জালাল উদ্দিন: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লার দর্গা ট্রেসল ইংলিশ ভার্সন স্কুলের অডিটরিয়ামে দৌলতপুর জোন এসএসসি ব্যাচ ১৯৮৬ এর মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রী কলেজের অধ্যাপক ও ট্রেসল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রায় ১০০ জন বন্ধু উপস্থিত ছিল। তারা বিভিন্ন স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক, ইঞ্জিনিয়ার-ডাক্তার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান হিসাবে এখন কর্মরত আছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনামুল হক দেওয়ান, মিজানুর রহমান, আবুল কালাম আজাদ, মুখলেচুর রহমান, আলিমুদ্দিন, কাজী মোহাম্মদ আশরাফুল হক, আসমা আক্তার, নাজিম উদ্দিন আঙ্কেল প্রমূখ। উপস্থিত সদস্য বৃন্দ বিভিন্ন জীবনের স্মৃতি কথা তুলে বক্তব্য রাখেন। দৌলতপুর জোনের অধীন আল্লারদর্গা ও তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র বৃন্দ উপস্থিত থেকে ঢাকায় কেন্দ্রীয় পর্যায়ে এ মিলন মেলা সার্থক করার লক্ষ্যে বক্তারা পরামর্শ দেন। অনুষ্ঠান সূচির মধ্যে ছিল অভ্যর্থনা, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, পৃথিবী থেকে যারা ইতিমধ্যে বিদায় নিয়েছেন তাদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা ও দোয়া। শুভেচ্ছা বক্তব্য, পরিচিতি অনুষ্ঠান, অভিব্যক্তি প্রকাশ বা স্মৃতিচারণ সহ গান ও আবৃতি। অনুষ্ঠানটি পরিচালনা করেন আল্লার দর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন। আগামী ঈদে আবার মিলন মেলা কে সার্থক করার লক্ষ্যে সকলে উপস্থিত থাকার ব্যাক্ত করেন।