ভেড়ামারায় ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্বরণে স্মরণ সভা অনুষ্ঠিত
হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারায় জুলাই -আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত ।
ভেড়ামারা উপজেলা প্রশাসন আয়োজিত বৃহস্পতিবার সকাল ১১টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে জুলাই – আগস্ট ২৪ ছাত্র-জনতা গণঅভ্যর্থনে আহত ও শহিদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে এক স্বরণ সভা অনুষ্ঠিত হয়।
স্বরণ সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, তিনি বলেন আমাদের দেশটা এখন স্থিতিশীল হতে যাচ্ছে। এর ভিতরে কিছু মানুষ দেশকে অস্থিশীল বানানোর চষ্টা চালাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি আনোয়ার হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিজানুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মি শিরিন, ভেড়ামারা থানার এস আই বাসার, সহ বৈষম্য ছাত্র আন্দোলনের আহত ও শহিদদের পরিবারের সমস্যরা, সাংবাদিক ও উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বৈষম্য আন্দোলনকারী আহত ও নিহত ছাত্র জনতা উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হয়।