আবর্জনার আহাজারি
মোঃ জাকির হোসেন সরকার
কেমন মানুষ তোমরা?
আমাকে কেন এভাবে উপেক্ষা করো?
আমিতো জীবনের সর্বস্ব দিয়ে তোমার পাশে ছিলাম
আবারো থাকতে চাই।
বারবার আমি জন্ম নিতে চাই
তোমার পাশে থাকতে চাই
চাই তোমার একটু স্পর্শ, তাতেই আমি ধন্য।
তোমাকে আমি ভালোবাসি, তাই আর পারছি না
তোমার অবজ্ঞা উপেক্ষা সহ্য করতে।
তুমি কি দেখতে পাওনা?
আমি কিভাবে তোমার উপেক্ষার জবাব দেই।
কখনো পলিথিন কখনো কাগজের টুকরো হয়ে
এখানে সেখানে দাঁত বের করে হাসি।
কখনো যত্রতত্র ফেলে দেওয়া উচ্ছিষ্ট হয়ে
দুর্গন্ধ ছড়ায় পরিবেশ নষ্ট করি।
দোষ কার? আমার? মোটেও না।
আমাকে একটু দাও না বাঁচার সুযোগ
আবার তোমার স্পর্শ নেওয়ার সুযোগ।
আমাকে একটু ডাষ্টবিনে যাওয়ার সুযোগ দাও না, প্লিজ।
যেখান থেকে কোন সুহৃদ বন্ধু হয়তো আমাকে পাঠিয়ে দেবে
কোন কাগজের কলে অথবা কোন ফসলের ক্ষেতে।
আমি আবার জন্ম নেব নতুন রুপে
ফিরে আসব তোমার কাছে, তোমাকেই রাঙাতে।
কারণ আমি তোমাকে ভালোবাসি বন্ধু।