ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪ , আজকের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

 বগুড়া জেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

 বগুড়া জেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

(বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা পুলিশের আয়োজনে গত শুক্রবার  (২৯ নভেম্বর)  সকালে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ডিআইজি মো: আলমগীর রহমান।  বগুড়া জেলা পুলিশ সুপার  মোঃ জেদান আল মুসা, পিপিএম এর  উক্ত বিশেষ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। উক্ত
মতবিনিময় সভায় প্রধান অতিথি মহোদয় সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আলোচনা করেন। পুলিশিং কার্যক্রমকে গতিশীল করার আহ্বান জানান।
প্রত্যাশিত মাত্রায় জনসাধারণকে সেবা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন  মোঃ আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),  মোঃ মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),  মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক),  মোঃ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার, বগুড়া, সকল সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ সহ বিভিন্ন ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন।