মহাদেবপুরে হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন পুলিশ সুপার কুতুব উদ্দিন
মোহাম্মদ আককাস আলী : নওগাঁর মহাদেবপুরে হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন পুলিশ সুপার কুতুব উদ্দিন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে মহাদেবপুর থানা প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে পুলিশ সুপার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বলগুলো বিতরণ করেন।
এসময় পুলিশ সুপারের সহধর্মিনী সানিয়া আক্তার মুন্নি, সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল,ওসি হাশমত আলী প্রমুখ এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কমিটির নওগাঁ জেলা প্রতিনিধি মো: কামরুজ্জামান। উল্লেখ্য জেলা স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে শীতবস্ত্রগুলো সংগ্রহ করা হয়।
Print [1]