
ভেড়ামারায় স্কুল শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয।
হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়া ভেড়ামারা বিজয দিবসে দাওয়াত না দেওয়ায় স্কুলের প্রধান শিক্ষকের উপরে হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
(১৮/১২/২৪ তারিখ) ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের দাওয়াত না পেয়ে কতিপয় সন্ত্রাসী ও উশৃংখল লোকজন স্কুলে এসে উপজেলা সাতবাড়িয়া ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে চলে যায়। পরে স্কুলের শিক্ষকরা প্রধান শিক্ষককে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। এরই প্রতিবাদে বুধবার সকাল ১১ টার সময় ভেড়ামারা উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয় । এই মানববন্ধনে উপজেলা অবস্থিত স্কুলের শিক্ষকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। এবং শিক্ষক নেতারা বলেন, প্রধান শিক্ষক আবু তাহেরকে যারা লাঞ্ছিত করেছে শেষের সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানান। এবং তারা আরো জানান যে সকল সন্ত্রাসীরা স্কুলে প্রবেশ করে শিক্ষকদের উপর হামলা চালিয়েছে ভাই তাদের দ্রুত বিচার না করা হলে আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিবো। পরে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের হাতে স্মারকলিপি জমা দেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মজিবুর রহমান উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও হাজী আফসার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বক্তব্য রাখেন, আব্দুল জব্বার প্রধান শিক্ষক ভেড়ামারা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়,
আমজাদ হোসেন সহকারী শিক্ষক বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়, মনোয়ার হোসেন সহকারী শিক্ষক সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়,
রাজু আহমেদ প্রধান শিক্ষক জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়, সালাউদ্দিন প্রধান শিক্ষক, গোলাম মোস্তফা প্রধান শিক্ষক, সহ মানববন্ধনে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা বক্তব্য রাখেন।