ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪ , আজকের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

ভেড়ামারায় হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন

ভেড়ামারায় হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন

হেলাল মজুমদার ভেড়ামারা ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজের পাশে ঝুড়িপাড়ায  দশ দিনব্যাপী হস্তশিল্পের প্রশিক্ষণ এর উদ্বোধন  অনুষ্ঠিত হয় । বৃহস্পতিবার সকাল ১১ টার সময় ভেড়ামারা পৌরসভার আয়োজিত নগর পরিচালন  ও অবকাঠামো উন্নয়ন প্রোগ্রাম  IUGIP নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির আওতায় GESIAP বাস্তবায়নের লক্ষ্যে দরিদ্র নারীদের আয় বর্ধনামূলক কর্মসংস্থান সৃষ্টিতে বাঁশ ও বেত দ্বারা তৈরি ১০  দিন ব্যাপী হস্তশিল্প প্রশিক্ষণ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভেড়ামারা  রফিকুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক ভেড়ামারা পৌরসভা, বক্তব্য রাখেন গোলাম সারোয়ার সহকারী প্রকৌশলী ভেড়ামারা পৌরসভা, সোহানুর রহমান শিশির উপসহকারী প্রকৌশলী ভেড়ামারা পৌরসভা, চঞ্চল হোসেন সি ডি এ IUGIP, ইফতে খাইরুল সি ডি এ IUGIP, চন্দন বিশ্বাস সহকারী প্রকৌশলী IUGIP,রবিউল ইসলাম প্রধান সহকারি ভেড়ামারা পৌরসভা, এছাড়াও প্রশিক্ষণ নেওয়া নারীরা উপস্থিত ছিলেন।