দশমিনায় বৃদ্ধ হত্যা মামলার ২নং আসামী ঢাকার আগারগাও থেকে গ্রেফতার
দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী দশমিনায় মোঃ নুর ইসলাম(৬৬) নামের এক বৃদ্ধাকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় করা মামলার দ্বিতীয় আসামি মোঃ সোহগ মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ।
গত রোববার সন্ধ্যায় ,,গ্রেফতার করা হয়। আগামীকাল মঙ্গলবার সকালে আদালতে প্রেরন করা হবে ।
থানা সূত্রে জানা যায় উপজেলার বহরমপুর ইউনিয়নের আদমপুর গ্রামের বাসিন্দা মোঃ নুর ইসলাম হাওলাদারকে গত ৩রা নভেম্বর সকালে পাশ্ববর্তী নেহাগঞ্জ সেলিমের চায়ের দোকান থেকে ডেকে নিয়ে পাশ্ববর্তী ব্রীজের ঢালে সাবেক (ইউপি) সদস্য সোহাগ সহ ছয়জন ও অঞ্জাত নামা দুই-তিনজন। এ সময় তারা মোঃ নুর ইসলাম হাওলাদারকে মারধর করে খালের পানিতে চুবিয়ে হত্য করে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ নুর ইসলামের মেয়ে কহিনুর বেগম বাদী হয়ে গত ৩রা নভেম্বর একটি হত্যা মামলা দয়ের করেন। এত আসামি করা হয় যথাক্রমে ১.আঃ কাইয়ূম, ২.মোঃ সোহাগ মেম্বর, ৩.আঃ রহিম বেপারী, ৪.মোঃ শাহজাহান মৃধা, ৫.মোসাঃ রুনু বেগম, ৬. মোঃ রিপনসহ ২-৩ জনকে অঞ্জাতনামা আসামি করা হয়। মামলা হওয়ার পর তেকে আসামীরা পালাতক।
দশমিনা থানার উপপুলিশ পরিদর্শক(এসআই) আবু হানিফ, সহকারি উপপুলিশ পরিদর্শক(এএসআই) আবদুস ছালাম এর নেতৃতত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আগারগাও থেকে র্যাবের সহযোগিতায় রবিবার(২২ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় হত্যা মামলার ২নং আসামী সোহাগকে গ্রেফতার করে সোমবার দুপুর ২ টায় দশমিনা থানায় নিয়ে আসা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান, নুর ইসলাম হত্যা মামলা ২নং আসামি মোঃ সোহাগ মেম্বারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আগারগাও থেকে গত রবিবার সন্ধ্যায় দশমিনা থানা পুলিশ ও গাজীপুর র্যাবের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে আদালতে প্রেরন করা হবে। বাকী আসমিদের গ্রেফতারের চেষ্টা চলোমান আছে।
Print [1]