ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ , আজকের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

দৌলতদিয়ায় এক কাতল মাছের দাম ১৯ হাজার ৫০০ টাকা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর দৌলতদিয়াতে একটি কাতল মাছ বিক্রি হয়েছে ১৯ হাজার ৫০০ টাকাতে। মাছটির ওজন ১৫ কেজি বলে জানিয়েছেন জেলে আনিস। তিনি জানান, সোমবার ভোরে দৌলতদিয়ার মাঝ পদ্মা নদী থেকে জালে মাছটি ধরা পড়লে সেটি দৌলতদিয়া মাছ বাজারের আড়তে আনলে মাছটি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

দৌলতদিয়া ফেরীঘাট এলাকার স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ১ হাজার ২৫০ টাকা দরে কাতল মাছটি ১৯ হাজার ৫০০ টাকা দিয়ে কিনে নিয়েছি। পরে মাছটি ফোনে ঢাকায় একজন ব্যবসায়ীর কাছে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি করেছি দিয়েছি।