বগুড়ায় ট্রাকের ধাক্কায় বাবা মেয়েসহ প্রাণ গেল তিনজনের
(বগুড়া) প্রতিনিধি : বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা বাবা মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। গত শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ সড়কে কাহালুর দরগাহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতর হলেন- মো: ফারুক ও তার শিশু কন্যা হুমায়ারা ও ভ্যান চালক শাহিনুর রহমান। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন৷ পুলিশের এই কর্মকর্তা জানান, সকাল ১০ টার দিকে বগুড়া-নওগাঁ সড়কে কাহালুর দরগাহাট এলাকায় একটি রিক্সাভ্যান যাওয়ার পথে এটির চাকা ভেঙ্গে যায়। এসময় পিছন থেকে নওগাঁমুখী একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। রিক্সাভ্যানে একই পরিবারের ৩ জনসহ ৪ জন ছিলেন। তারা আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে নিয়ে আসার পথে ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ ৩ জন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। তিনি আরও জানান, নিহত তিনজনের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।।
Print [1]