ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪ , আজকের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

ভেড়ামারায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান স্মৃতি স্মরণে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

ভেড়ামারায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান স্মৃতি স্মরণে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর  ইউনিয়ন বিএনপির উদ্যোগে মঙ্গলবার  ৩১ শে ডিসেম্বর বিকাল ৩ টার সময়  মোকারিমপুর   ইউনিয়ন গোলাপনগর  মুকুল ক্লাব চত্বরে শহীদ প্রেসিডেন্ট  জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্বরণে   অসহায় গরিব দুস্হ পরিবারের মাঝে বিনামূল্যে    শীতবস্ত্র (কম্বল)  বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,  ভেড়ামারা উপজেলা পরিষদের    সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত),  ও সদস্য,  জেলা বিএনপি শাহাজান আলী,  প্রধান বক্তা:  সাবেক   জেলা বিএনপির সদস্য  শিহাবুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন: জেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র  সাবেক সদস্য শিহাবুল ইসলাম, উপজেলার যুগ্ন  আহবায়ক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক  দল  জাহিদ হোসেন,    সাবেক সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী দল বিএনপির বাহাদুরপুর ইউনিয়ন শাখা,আব্দুস সালাম,   বাহাদুরপুর ইউনিয়ন যবদলের সাবেক সাধারণ  কামরুজ্জামান জামাল, বিশিষ্ট  ব্যবসায়ী আব্দুল করিম,   উপজেলা ছাত্রদলের সদস্য সচিব  ওয়াসিম আকরাম , উপজেলা শ্রমিক দলের  সাবেক সাধারণ সম্পাদক  বাচ্চু মিয়, পাকশী উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আহবায়ক  মনজুরুল ইসলাম দুলাল,প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন সিঙ্গাপুর যুবদল এসোসিয়েশনের আব্দুস সালাস, সঞ্চালনায় ছিলেন   জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল  উপজেলা শাখার যুগ্ন আহবায়  আতিয়ার রহমান,  সার্বিক তত্ত্বাবধানে শহীদ জিয়া  স্মৃতি সংসদ মোকাররমপুর ইউনিয়ন   । কম্বল নিতে আসা আছিয়া খাতুন জানান, আমি খুব গরিব মানুষ কোন দিন  মেম্বার ও চেয়ারম্যানের কাছ থেকে কম্বল পায় নাই এই প্রথম কম্বল পেয়ে আমি খুশি।