ভেড়ামারায় শীতবস্ত্র বিতরণ
হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারায় কুষ্টিয়া সাহিত্য পরিষদ কর্তৃক দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্তু (কম্বল) বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকাল ৪ টার সময় ভেড়ামারা আলিম মাদ্রাসা মাঠে কুষ্টিয়া সাহিত্য পরিষদ কর্তৃক গরিব অসহায় ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল)বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আসমান আলী প্রতিষ্টাতা ও সভাপতি কুষ্টিয়া সাহিত্য পরিষদ, অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, রফিকুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার ভেড়ামারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম বজলুর রশিদ সাবেক ডিজিএম জনতা ব্যাংক লিমিটেড, রবিউল ইসলাম অধ্যক্ষ (ভারপ্রাপ্ত( ভেড়ামারা আলিম মাদ্রাসা, আবৃত্তিকার বিদ্রোহী মোস্তফা, হেলাল মজুমদার সম্পাদক ও প্রকাশক সীমান্ত কথা,শাহ জামাল সম্পাদক (ভারপ্রাপ্ত) কুষ্টিয়ার মুখ,সাংবাদিক সাইফুল ইসলাম, আব্দুর রহমান সোহাগ বিশিষ্ট মার্চেন্ডাইজার ও রেমিটেন্স যোদ্ধা, সাংবাদিক জহুরুল কবির নবীন, মাহামুদুল্লাহ সোহেল, অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক আবু ওবাইদা আল মাহাদি ও জাহিদ হাসান প্রমুখ।