ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫ , আজকের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

ভেড়ামারায় পদ্মা নদীতে অবৈধ বালি উত্তোলনের দায়ে ৯ জনকে কারাদন্ড

ভেড়ামারায় পদ্মা নদীতে অবৈধ বালি উত্তোলনের দায়ে ৯ জনকে কারাদন্ড

হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে অবৈধ বালি উত্তোলন ও পরিবহনের কাজে জড়িত থাকার দায়ে ০৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।

ভেড়ামারায় পদ্মা নদীতে অবৈধ ভাবে বালি উত্তোলন করছে এই সংবাদ শুনে মহসিন উদ্দিন সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় এর নেতৃত্বে   বুধবার ৮ই জানুয়ারি দুপুরে    মিরপুর সেক্টরে ৪৪ ব্যাটেলিয়ান,ভেড়ামারা থানা,ও পাবনা নৌ পুলিশের একটি চৌকস দল  ভেড়ামারা উপজেলার  পশ্চিম বাহিরচরের হার্ডিঞ্জব্রিজ, ফেরিঘাট, মোসলেমপুর ঘাট,  মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগ বাগগাড়ীপোল, কৈগাড়িপাড়া এবং বাহাদুরপুর ইউনিয়নের  রায়টা পাথরঘাটায় এক যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পদ্মা নদীতে  অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের  কাজে জড়িত থাকার দায়ে ০৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এরা হলেন
১. মোঃ আবুল কালামকে ০৫ দিন, ২. মোঃ আনারুল ইসলামকে ০৫ দিন, ৩. মোঃ সোহাগ হোসেনকে ০৫ দিন, ৪. মোঃ আতিয়ার মিয়াকে ০৭ দিন, ৫. আল আমিনকে ০৫ দিন, ৬. মোঃ চঞ্চল  হোসেনকে ০১ মাস, ৭.  শুভ রায়হানকে ০৩ দিন, ৮.  শিমুল হোসেনকে ১৫ দিন এবং ৯. শরিফুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন আনোয়ার হোসাইন  উপজেলা সহকারী কমিশনার ভূমি, জাকিরুল ইসলাম এডি মিরপুর সেক্টরের ৪৭ ব্যাটেলিয়ান, সাইপ এস আই ভেড়ামারা থানা, এস আই আব্দুল আলিম নৌ পুলিশ পাবনা,
মহসিন উদ্দিন  সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় তিনি  বলেন, পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে জড়িত থাকার দায়ে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের জন্য একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীতে এই অভিযান অব্যাহত থাকবে।