ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫ , আজকের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

দৌলতপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দৌলতপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খন্দকার জালাল উদ্দিন: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লার দর্গায় নুরুজ্জামান বিশ্বাস অডিটরিয়ামে ১০ জানুয়ারী শুক্রবার সকল ১০ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দৌলতপুর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দৌলতপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আহসান হাবীব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও কুষ্টিয়া জেলা শাখার আমীর আবুল হাসেম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস এম মুহাসিন আলী, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য কুষ্টিয়া জেলা। এ ছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল কুদ্দুস, খাইরুল ইসলাম, আব্দুল মান্নান ফকির, মৌলানা বেলাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে আহসান হাবীব সভাপতি ও আব্দুল মান্নান ফকির কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদি একটি কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানটি সার্বিক আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দৌলতপুর কুষ্টিয়া শাখা।