ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫ , আজকের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

বগুড়া সান্তাহার রেল স্টেশনে ছিন্নমূল মানুষকে শীতবস্ত্র দিলেন ইউএনও

বগুড়া সান্তাহার রেল স্টেশনে ছিন্নমূল মানুষকে শীতবস্ত্র দিলেন ইউএনও

 ( বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা সদর সান্তাহার পৌর এলাকাসহ আশেপাশে বইছে শৈত্যপ্রবাহ।  প্রচন্ড শীতে কাটছে এলাকার মানুষ।  এতে শীত বস্ত্র নিয়ে এলাকার অসহায় মানুষের পাশে পাশে দাঁড়ালেন আদমদিঘী উপজেলা নিবাহী অফিসার রুমানা আফরোজ।  তিনি  বৃহস্পতিবার রাত ১১ টায় উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে প্রায় অর্ধশতাধিক শীতার্ত ছিন্নমূল অসহায় মানুষের  মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন । এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী, সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান।
এছাড়াও একই দিন রাতে উপজেলা নিবাহী অফিসার রুমানা আফরোজ  সান্তাহার জামিয়া মাহমুদিয়া জাফরিয়া রওজাতুস-সুন্নাহ্ মাদ্রাসায় ২০জন শিক্ষার্থীদের মাঝে ও শীতবস্ত্র বিতরণ করেন।
সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে রাত্রি যাপনকৃত ভিক্ষুক রমজান ও আয়েশা, বলেন স্যারের দেয়া শীতবস্ত্র পেয়ে আমি খুশি হয়েছি এখন রাতে শীতের কষ্ট লাবেনা।