ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫ , আজকের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

ভেড়ামারা মাসিক যৌথসভা ও ই- প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভেড়ামারা মাসিক যৌথসভা ও ই- প্রশিক্ষণ অনুষ্ঠিত

হেলাল মজুমদার কুষ্টিয়া

সার্বিক  গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সমবায়ীদের
মাসিক যৌথসভা ও ই- প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সমবায়ই শক্তি সমবায়ই মুক্তি এই স্লোগানকে সামনে রেখে  রবিরার সকাল ১১ টার সময উপজেলা সমবায় কার্যালয় আয়োজিত  উপজেলা পরিষদের হল রুমে  সার্বিক  গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সমবায়ীদের
মাসিক যৌথসভা ও ই- প্রশিক্ষণ অনুষ্ঠিত সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচির ইডিপি তৃতীয় পর্যায়ের অনুষ্ঠিত হয়।তৃতীয় পর্যায়ে  ই-  প্রশিক্ষণের মধ্যে  রয়েছে ড্রেস মেকিং এন্ড ট্রেইলারিং,ব্লকবাটিক এন্ড স্কিন প্রিন্টিং, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং এন্ড পাইপ ফিটিংস, মোটর ড্রাইভিং, মোবাইল ফোন সাভিসিং, গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং, ইত্যাদি, এই প্রশিক্ষণ গ্রহণ করে ১৪ জন সদস্য দেশে কর্মসংস্হানে ব্যবস্থা হয়েছে এবং  দুইজন সদস্য প্রশিক্ষণ নিয়ে বিদেশে কর্মসংস্থানের  ব্যবস্থা হয়েছে ।  এবং   ২১৬ জন সমবায়ীদের  ই-  প্রশিক্ষণের মাধ্যমে ঋণ দিয়ে আত্মকর্মসংস্থানের সৃষ্টি করা হয়েছে। আজকে ১২০ জন সমবায়ীদের ই- প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি আনোয়ার হোসাইন  উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন আখতার, নির্মল কুমার উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা। সহ প্রশিক্ষণ নেয়া সমবায় সমিতির মহিলা ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।