ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫ , আজকের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

ভেড়ামারায় শীত বস্ত্র (কম্বল) বিতরণ

ভেড়ামারায় শীত বস্ত্র (কম্বল) বিতরণ

হেলাল মজুমদার কুষ্টিয়া

১৪ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার পক্ষ থেকে রশিদুল আলম অটিজম স্কুলের ছাত্র ছাত্রীবৃন্দদের মাঝে ও ভেড়ামারা তালতলা দারুল উলুম ইসলামীয়া মাদ্রাসার ছাত্র-ছাত্রীবৃন্দদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও ভেড়ামারা পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌরসভার প্রকৌশলী মো: গোলাম সারোয়ার ও ভেড়ামারা পৌরসভার বড় বাবু মোঃ রমজান আলী সহ স্কুল ও মাদ্রাসার সম্মানিত শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী বৃন্দ।

একই দিন বেলা ১২ টার দিকে ভেড়ামারা আল হেরা মডেল একাডেমিতে দুস্থ ও শীতার্তদের মাঝে এ বেটা লাইফ ফাউন্ডেশন এর উদ্যোগে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, আল হেরা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মো: হাসানুজ্জামান খসরু, আল হেরা মডেল একাডেমি স্কুলের শিক্ষক শিক্ষিকারা, ভেড়ামারা পৌরসভার প্রকৌশলী মো: গোলাম সারোয়ার, ভেড়ামারা পৌরসভার বড় বাবু মোঃ রমজান আলী, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি লায়ন ডাক্তার মো: কামরুল ইসলাম মনা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।

উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম  বলেন,উপজেলায় কোন গরিব অসহায় ছিন্নমূল  মানুষ শীতে কষ্টো যেন না পায় সেই জন্য আজ কয়েক দিন ধরে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে  শীতবস্ত (কম্বল) বিতরণ করা হয়েছে আগামীতে আরো দেওয়া হবে।