বগুড়ায় জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার
(বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি পশ্চিমপাড়া এলাকার জুয়ার আসর থেকে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
সোমবার গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি পশ্চিমপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে আলম শেখ (৩৮), সাগাটিয়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে ফরিদুল ইসলাম (৩৬), পীরহাটি গ্রামের দুলু শেখের ছেলে আব্দুস সোবাহান (৩৭), হিজুলী গ্রামের মৃত রফান আলী শেখের ছেলে সেলিম শেখ (৪০), নছরতপুর গ্রামের মজিবর মল্লিকের ছেলে শামীম মল্লিক (৩৫) ও আব্দুল হামিদের ছেলে খোকন শেখ (৪০)। ধুনট থানার এসআই অমিত হাসান মাহমুদ জানান, সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে মথুরাপুর ইউনিয়নের পীরহাটি পশ্চিমপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে আলম শেখের বাড়ির একটি ঘরে জুয়ার আসর থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বগুড়া ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সোমবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Print [1]