দৌলতপুরে দেশীয় অস্ত্রের আঘাতে জখম করে ছিনতাই
দৌলতপুর কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ১ লক্ষ ৫৭ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের হরিণগাছি এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় মিঠন ইসলাম (২৫) নামে নগদের মার্কেটিং অফিসার কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। মিঠন ইসলাম ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। সে বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে যার নং ৩৪।
পুলিশ সুত্রে জানাগেছে, নগদের মার্কেটিং অফিসার মিঠন মার্কেটে কালেকশন শেষে বাড়ি ফেরার পথে দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের হরিণগাছি এলাকায় দু’জন ছিনতাইকারী মোটর সাইকেল যোগে এসে মিঠনের পথ রোধ করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে মিঠনের কাছে থাকা ১ লক্ষ ৫৭ হাজার টাকা ছিনতাই করে নেই। এসময় মিঠন চিৎকার দিলে এলাবাসি ছুটে আসে এবং ছিনতাইকারীদের ধরার চেষ্টা করলে ছিনতাইকারীরা আগ্নেয় অস্ত্র প্রদর্শন করে চলে যায়। পরে এলাকাবাসি আহত অবস্থায় মিঠনকে দৌলতপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
এবিসয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হুদা বলেন, মিঠন নামে একজন নগদের মার্কেটিং অফিসারকে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রের আঘাতে রক্ত জখম করে কাছে থাকা ১ লক্ষ ৫৭ হাজার টাকা ছিনতাইকরে নেয়। এবিষয়ে থানায় মামলা হয়েছে। দ্রæত আসামীদের আইনের আওতায় আনার চেস্টা চলছে।