ভেড়ামারায় বিদেশি অস্ত্র ও গুলিসহ আটক ৪ জন
হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারায় ১টি বিদেশি অস্ত্র ও ১ রাউন্ড গুলিসহ ৪ জনকে আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ। আটকৃত সবুজ আলী(২৫),মোঃ আপন(১৮), সাকিবুল হাসান শোভন(১৮) ও মো: নুরুন্নবী প্রামানিক(৩২) মোকাররমপুর ইউনিয়নের বাসিন্দা।ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন। আজ ১৫ই জানুয়ারি বুধবার রাত সাড়ে ৯ টায় পুলিশ তাদেরকে অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে আসে। প্রত্যক্ষদর্শী ও ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মোকাররমপুর ইউনিয়নের নওদাখেমিরদিয়ার এলাকার বাসিন্দা মোঃ বকুলের ছেলে, সাখাওয়াত হোসেন বিজয়ের ওপর সবুজ আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী তার নিজ বাড়িতে হামলা করে। সে একই ইউনিয়নের গোপীনাথপুরের বাসিন্দা সোনা আলীর ছেলে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসীরা তাদেরকে ঘিরে ফেলে। তারা সবুজের হাতে থাকা বিদেশি অস্ত্রটি উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করে, বাদবাকিরা পালিয়ে যায়। ভুক্তভোগী বিজয়ের বাবা মো: বকুল বলেন, সবুজের নেতৃত্বে ৩-৪টি মোটরসাইকেলযোগে ১০ জন সন্ত্রাসী তার ছেলেকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হত্যার উদ্দেশ্যে হামলা করে ।তিনি দাবি করেন, পুলিশ ১টি বিদেশি পিস্তল উদ্ধার করলেও বাকি ২টি পিস্তল সন্ত্রাসীরা পাশে থাকা পুকুরে ফেলে দেয়। এদিকে আটক সবুজ, সাখাওয়াত হোসেন বিজয়ের বিরুদ্ধে তার স্ত্রীর গায়ে হাত তোলার অভিযোগ তুলে বলেন, গত ১৪ই জানুয়ারি সবুজ তার স্ত্রীর গায়ে হাত তুলেছিল। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বলেন, ঘটনা জানার পর পুলিশ দ্রুত গিয়ে ১টি বিদেশি অস্ত্র ও এক রাউন্ড গুলিসহ ৪জনকে গ্রেফতার করে। বাদবাকি ২টি অস্ত্র পুকুরে ফেলার বিষয়ে যে অভিযোগ আছে,সেটা আমরা খতিয়ে দেখছি। মামলার প্রস্তুতি চলছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।