ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫ , আজকের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

জিয়াউর রহমানর ৮৯তম জন্মদিন উদযাপন উপলক্ষে স্মরন সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত ।

জিয়াউর রহমানর ৮৯তম জন্মদিন উদযাপন উপলক্ষে স্মরন সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত ।

মো.বেল্লাল হোসেন, দশমিনা(পটুয়াখলী) প্রতিনিধি  বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রায়ত রাস্ট্রপতি বীর উত্তম  মেজর জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনা সকাল ১১ ঘটিকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে স্মরন সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আবদুল আলীম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটর অন্যতম সদস্য হাসান মামুন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম শানু, যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, বেল্লাল হোসেন, কৃষক দলের সভাপতি মনিরুজ্জামান মনির,  সাধারণ সম্পাদক হারুন-আর-রশিদ, যুবদলের আহবায়ক এনামুল হক রতন, সদস্য সচিব শামীম খান, ছাত্র দলের সভাপতি  কাজী তানজিল আহমেদ রিডেন,  সাধারণ সম্পাদক সালাহউদ্দিন,  স্বেচ্ছা সেবক দলের আহবায়ক জোবায়ের হোসেন আককাচ, শ্রমিক দলের আহবায়ক অলিউল ইসলাম, সদস্য সচিব কাওসার খান সহ উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
সাবেক রাস্ট্র নায়ক শহীদ মেজর জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে শহীদ রাস্ট্রপতি মেজর জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,  আলোচনা সভা, দোয়া ও মিলাদ শেষে মিস্টি বিতরণ করা হয়।
দোয়া ও মিলাদ পরিচালনা করে সরকারি মডেল মসজিদের ইমাম মাওলানা রেজাউল করিম।