পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
মোহাম্মদ আককাস আলী : পুলিশ লাইন্স ড্রীলশেডে জেলায় কর্মরত পুলিশ সদস্যদের নিয়ে পুনাক নওগাঁর উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার নওগাঁ।
নওগাঁ জেলার পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী জনাব উম্মে সালমা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
বৃহস্পতিবার (১৬ই জানুয়ারি)পুলিশের পেশাগত কর্মব্যস্ততার ক্লান্তি দূর করে কর্মোদ্দীপনা এবং মনোবল বৃদ্ধির লক্ষ্যে আনন্দ আয়োজনের অংশ হিসেবে জাঁকজমকপূর্ণভাবে পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নওগাঁ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল স্তরের পুলিশ সদস্য এবং সিভিল প্রতিনিধি উপস্থিত ছিলেন।
Print [1]