ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

নওগাঁ শিল্পকলা একাডেমি আয়োজিত জাতীয় নাট্য উৎসবের উদ্বোধন 

নওগাঁ শিল্পকলা একাডেমি আয়োজিত জাতীয় নাট্য উৎসবের উদ্বোধন 

মোহাম্মদ আককাস আলী :
সোমবার (২০ জানুয়ারী) সকাল দশটার দিকে নওগাঁ জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত মনির চৌধুরীর প্রথম জাতীয় নাট্য উৎসবের আওতায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১৫ দিনের নাট্যকর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাদিয়া আফরিন, প্রশিক্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমির জামান, জেলা কালচারাল অফিসার মো.তাইফুর রহমান,সাংবাদিক কায়েশ  উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।