ভেড়ামারায় পৌরসভা মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রান্তিক কর্মশালা অনুষ্ঠিত।
হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারা নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রোগ্রাম( IUGIP) পৌরসভা মহা পরিকল্পনা বিষয়ক প্রান্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়।
২২ শে জানুয়ারি বুধবার সকাল ১০ টার সময় পৌরসভা মিলনায়তনে dpm আয়োজিত বাস্তবায়নে ভেড়ামারা পৌরসভা
বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের( LGED) আওতায় (lUGIP) প্রকল্পের অধীনে সারা বাংলাদেশের ৬৩ টি পৌরসভা নিয়ে নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রোগ্রাম এর কাজ চলছে।
এর অংশ হিসেবে ভেড়ামারায় টিএলসিসির সদস্যদের নিয়ে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রোগ্রাম (IUGIP) পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রারন্তিক কর্মশালা অনুষ্ঠিত হয।
উক্ত সভায় সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও ভেড়ামারা পৌরসভার প্রশাসক,
আরও উপস্থিত ছিলেন, প্রফেসর ডক্টর গোলাম মর্তুজা টিম লিডার( lUGP)প্রজেক্টর এন্ড CEO PDRC, এস এম মাসুদুর রহমান, সানোয়ার হোসেন অপু আরকর প্লানায়ার (lUGP) প্রজেক্টর এন্ড (CEO) PDRC, মোহাম্মদ মোরশেদ আলম মজুমদার ইনভাইরেন্ট কনসাল্টেন্ট lUGIP প্রজেক্ট এন্ড (J.R) ইনভারমেন্ট PDRC,
গোলাম সারোয়ার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ভেড়ামারা পৌরসভার, শাহানুর রহমান শিশির উপ-সহকারী ইঞ্জিনিয়ার ভেড়ামারা পৌরসভা, উপজেলা ইঞ্জিনিয়ার মো: দেলোয়ার হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন, পৌরসভার নাগরিকগণ, ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।