ঢাকা দক্ষিন সিটি কলোনীতে প্রথম বারের মত উদযাপিত হলো হরিজনবাসীর বিদ্যা দেবির পুজা
শ্রী সুুকদেব লাল (শুভ) ঢাকা জেলা প্রতিনিধি ঢাকা হাজারীবাগ থানাধীন, গনকটুলী সিটি কলোনীতে সনাতন ধর্মীদের বানী অর্চনা ২০২৫ এর প্রথম বারের মাধ্যমে বিদ্যা দেবির পুজা করা হয়, এতে সকল জাতীর দেশ বাংলাদেশে সবার জন্য সনাতন ধর্মীরা শান্তি ও জ্ঞানের জন্য প্রার্থনা করেন, ছোট শিশু শিক্ষার্থীদের উৎসাহ পূর্ন বিদ্যা দেবির পুজা্ উদযাপনের সময় মনে হচ্ছিল এই দেশে সর্ব ধর্ম বসবাসকারী সবার সাথে সবার কত ভালো বাসা পূর্ন,
উক্ত কলোনীতে আসে পাসে মুসলিম পরিবার বসবাসকারীরাও এসে সনাতন ধর্মাবলীদেরকে উৎসাহ দান করতে দেখা যায়, বাংলাদেশে আজ জাতপাত র্নীবিশেষে প্রতি বছরের মত এ বছরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগনাথ হলের মাঠে পূর্জা মন্ডপের মাধ্যমে পূজা হচ্ছে, কিন্তু ঢাকার এই হরিজন সিটি কলোনীতে বিভিন্ন স্থানে পূজা মন্ডপ স্থাপন করে পূজা করা হলেও নতুন ভবন গুলোর মধ্যে ১১নং ভবন বাসিদের পূজা মন্ডপের স্থান ও ছোট শিশুদের আনন্দময় পূজাটি দেখে খুব আলাদা মনে হলো, আর এই নতুন ১১নং ভবনে পূজা আয়োজকরা এই প্রথম পূজা করিয়ে উক্ত ভবন কমিটির সবাই উৎসব মুখোর পরিবেশে নিজেদের পরিবার ও আশে পাশের সকলকে নিয়ে এক মিলন মেলা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যা দেবিকে ফল, ফুল দিয়ে মহিত পন্ডিতের শ্লোকের মধ্য দিয়ে এ যেন এক অন্য রকম স্বর্গ রাজ মনে হচ্ছিল, আয়োজক জগদ্বিপ চন্দ্র দাসকে জিজ্ঞাসা করাতে সে ও তার প্রতিবেশি স্বপন, নবদ্বিপ ও আরো অনেকে সাংবাকিদেরকে প্রসাদ গ্রহনের আমন্তন দিয়ে প্রসাদ গ্রহন করতে অনুরোধ জানান।