ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫ , আজকের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

ভেড়ামারায় ৪ টি ইট ভাটায় অভিযান, ৫ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা

ভেড়ামারায় ৪ টি ইট ভাটায় অভিযান, ৫ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা

হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারাতে অবৈধভাবে গড়ে ওঠা ৪ টি ইট ভাটার মালিকদেরকে ৫ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

বুধবার (৫ই ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা বাহিরচর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন, পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান।

 

তিনি এ সময় বলেন, মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী যেসব ইট ভাটার কাগজপত্র নেই, সেই ভাটাগুলোকে জরিমানা করা হয়েছে। পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে পুলিশ সদস্যসহ র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব) উপস্থিত ছিলেন। অভিযানে খুলনা বিভাগীয় কার্যালয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান ছাড়াও ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন উপস্থিত ছিলেন। বাহিরচর ইউনিয়নের ফোর স্টার ব্রিকস কে ৮০ হাজার টাকা, এম এস এস ব্রিকসকে ২ লক্ষ ৫০ হাজার টাকা, এম আর এম ব্রিকসকে ১ লক্ষ টাকা, কে এন্ড বি ব্রিকসকে ১ লক্ষ ৫০ হাজার জরিমানা করা হয়। এ বিষয়ে কুষ্টিয়া জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আতাউর রহমান বলেন, ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধনী ২০১৮) অনুযায়ী ৪ ভাটা মালিককে ৫ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ রকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট হাবিবুল বাসার সহ কর্মকর্তা-কর্মচারীগণ।

ভেড়ামারা ইটভাটা মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া বলেন, ইট ভাটায় কর্মরত শ্রমিকের কর্ম সংস্থান হুমকির মুখে পড়ে যাচ্ছে। ইটের বিকল্প ব্যবস্থা তৈরি না হওয়া পর্যন্ত বর্তমান আইনের
মধ্যে থেকে ইটভাটা গুলো চালানোর সুযোগ দেন। প্রতিবছর ইটভাটা প্রতি ৫ লক্ষ টাকা ভ্যাট, আয়কর, স্থানীয় ভূমি আইকর সহ সরকারি খাতে প্রদান করে আসছে। ভাটাগুলো বন্ধ হয়ে গেলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাবে। সম্প্রতিকালে পরিবেশ অধিদপ্তর থেকে জেলা, বিভাগ থেকে আগত টিম বিভিন্ন ভাটায় অভিযান পরিচালনা করে লক্ষ লক্ষ টাকা জরিমানা সহ অনেক মালিকের ভাটা ইতিমধ্যে ভেঙ্গে ফেলেছেন। উপরোক্ত অবস্থার পরিপ্রেক্ষিতে ভাটা মালিক সমিতির আকুল আবেদন, ইটভাটা পরিচালনায় ছাড়পত্র জটিলতা নিরসনে সহজ নির্দেশ দিবেন।