বোয়ালমারীতে তেলের দোকানে চুরি
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে তেলের দোকানে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দোকান পরিদর্শন করেছেন। চুরির ঘটনায় দোকান মালিক মো. মঈনুল ইসলাম মৃধা শনিবার (৮ ফেব্রুয়ারী) থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মাঝকান্দি- ভাটিয়াপাড়া সড়কের পাশে চতুল গ্রামে মো. মঈনুল ইসলাম মৃধা (মেসার্স ইসলামিয়া ফুয়েল সাপ্লাইর্য়াস) তেলের দোকান। প্রতিদিনের মতো রাত ৯ টার দিকে দোকান বন্ধ করে বাসায় যায়। সকালে ঘুম থেকে উঠে দেখে তার শয়ন কক্ষের প্রতিটা দরজায় শিকল দিয়ে বন্ধ করা। আশপাশের লোকজনের সহযোগিতায় ঘর থেকে বের হয়ে দোকানে গিয়ে দেখে দোকানের দরজার সিটকেনি কাটা।
ভেতরে প্রবেশ করে দেখেন ড্রায়ারে থাকা ৬০ হাজার টাকা করে চুরি করে নিয়ে গেছে।
বোয়ালমারী থানার এসআই শরীফ আব্দুর রশিদ বলেন, চুরির খবর পেয়ে দোকান পরিদর্শন করেছি। আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
Print [1]