ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫ , আজকের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

নওগাঁয় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

নওগাঁয় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

মোহাম্মদ আককাস আলী :
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নওগাঁয় জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাস্টার প্যারেডে উপস্থিত থেকে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম। পুলিশ সুপার প্যারেডে উপস্থিত পুলিশ সদস্যদের ইউনিফর্ম সর্বদা সঠিকভাবে পরিধান করা, শারীরিক ফিটনেস ধরে রাখা, সকল প্রকার কাজে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখাসহ আরও বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার, মহাদেবপুর সার্কেল জয়ব্রত পাল, । উক্ত প্যারেডে নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল স্তরের পুলিশ সদস্য এবং সিভিল প্রতিনিধি উপস্থিত ছিলেন।