আবারো ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কারে ভূষিত হলেন ওসি হাশমত আলী
মোহাম্মদ আককাস আলী :
আবারো ভালো কাজের স্বীকৃতি স্বরূপ (নগদ অর্থ) পুরস্কারে ভূষিত হলেন মহাদেবপুর থানার ওসি হাশমত আলী।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি)পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ১৮ জন বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সদের মাঝে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
পুলিশ লাইন্স ড্রিলশেডে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কল্যাণ সভায় কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এর সাথে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ এবং সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন। সকল পর্যায়ের পুলিশ ও সিভিল সদস্যদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন এবং তাৎক্ষণিকভাবে সেসব সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করেন।
পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম সকল পুলিশ সদস্যকে জনগণের কাছাকাছি যাওয়ার লক্ষ্যে তাদের আচরণে পরিবর্তন আনার অনুরোধ করেন। প্রতিটি থানা যেন জনগণের ভরসার কেন্দ্রবিন্দু হয় সে বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।