![](https://dailynewsbangla.com/wp-content/uploads/2025/02/f439927c-e461-4175-a40c-4ac4736cd970.jpg)
ভেড়ামারায় বই মেলা ও পিঠা উৎসব
হেলাল মজুমদার কুষ্টিয়া ভেড়ামারা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান “আল হেরা মডেল একাডেমী” দ্বি- বার্ষিক বই মেলা এবং পিঠা উৎসব ব্যাপক আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
১২ ফেব্রুয়ারি সকাল ১০ টার সময় উদ্বোধনের মাধ্যমে মেলা শুভ সূচনা শুরু হয়। মেলার প্রাণচাঞ্চল্যকর পিঠা উৎসব অনুষ্ঠানের মধ্যমণি ও প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য, আল হেরা মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাসানুজ্জামান খসরু’র জামাতা, সুযোগ্য সেনা অফিসার মেজর সোহেল রানা মিলন পিএসসি বক্তব্য রাখেন।
বাহারি পিঠা আর মনোমুগ্ধকর আয়োজন মিলে দিনটি হয়ে উঠল উৎসব মুখর। বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখে। পিঠার স্বাদে, আড্ডায় আর আনন্দে ক্যাম্পাস যেন হয়ে উঠে মিলনমেলায়।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার সম্পাদক হেলাল মজুমদার, সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহ জামাল, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম মনা, দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি রেজাউল করিম, দৈনিক জনবানী পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি ওলিউল ইসলাম ওলি, দৈনিক কালবেলা পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি বুলবুল আহমেদ, দৈনিক লালন কন্ঠ পত্রিকা ও সাপ্তাহিক অন্ধকার জগত পত্রিকার সহ-সম্পাদক মোহন আলী, সাংবাদিক ফিরোজ আহমেদ, সাংবাদিক মাহমুদুল হাসান চন্দন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ
Print [1]