ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫ , আজকের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

বোয়ালমারীতে খেক্কর উল্টে চালক নিহত

বোয়ালমারীতে খেক্কর উল্টে চালক নিহত

 বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাইখির বনচাকী নামক স্থানে শুক্রবার (২১.০২.২৫) দুপুর ১টায় ইট ভর্তি খেক্কর উল্টে চালক নিহত হয়েছে। নিহত হামীম মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চরজাংলিয়া গ্রামের মো. সাবুর ছেলে। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খেক্করটি আটক করে। নিহতের পরিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ বাড়িতে নিয়ে গেছেন।
বোয়ালমারী থানার উপপরিদর্শক সফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইট বোঝাই খেক্করটি পাই। খেক্করের নিচে চাপা পড়া চালক হামীমকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হামীমের পরিবার হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।