
পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অর্থদণ্ড
হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারা হার্ডিং ব্রিজের নিচে পদ্মা নদীর অববাহিকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসোইন। মঙ্গলবার দুপুর দুইটার সময় এক গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভেড়ামারা থানার পুলিশ ফোর্স ও পাবনা জেলার লক্ষিকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ ফোর্স নিয়ে যৌথ অভিযান পরিচালিত করেন। এসময় ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের হার্ডিং ব্রিজের নিচে পদ্মা নদীর অববাহিকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসোইন। এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলার লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান মাহমুদ সহ ভেড়ামারা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন বলেন সরকারি নদী ও জমি থেকে যারা অবৈধভাবে বালি মাটি উত্তোলন করবে তাদের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।
Print [1]