ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫ , আজকের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫

ভেড়ামারায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনকে কারাদণ্ড

ভেড়ামারায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনকে কারাদণ্ড

হেলাল মজুমদার কুষ্টিয়া
০৯ মার্চ রবিবার কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর কৈগাড়িপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোঃ রিপন আলী (৩৫), পিতাঃ মৃত ইয়ামুদ্দিনকে আটক করে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন।
এক গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভেড়ামারা থানার পুলিশ অভিযান পরিচালিত করেন। এসময় বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর কৈগাড়িপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনকে কারাদণ্ড প্রদান করেন।

এসময় ভেড়মারা উপজেলা প্রশাসন সহ ভেড়ামারা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন বলেন, সরকারি নদী ও জমি থেকে যারা অবৈধভাবে বালি, মাটি উত্তোলন করবে তাদের বিরুদ্ধে জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।