
দশমিনায় আওয়ামীলীগ নেতার ঘর চুরি
,দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী দশমিনা উপজেলায় এক আওয়ামীলীগ নেতার বসত ঘর দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
রবিবার দিবাগত রাতে উপজেলা আলীপুর ইউনিয়নের আলীপুর গ্রমের ও উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক নাঈম মোহাম্মাদ বশিরের বসত ঘর চুরি হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাঈম মোহাম্মাদ বশির দম্পত্তি ঢাকায় বসবাস করেন। গ্রামের বাড়িতে একটি বসতঘর নির্মান করেন সেই ঘরে তার বাবা-মা বসবাস করতেন। গত ৪ঠা ফেব্রুয়ারী রমজানের মাস থাকায় ঢাকায় তার ছেলের কাছে বেড়াতে যায়। ঘর ফাঁকা পেয়ে গত রবিবার রাতে দুর্বৃত্তরা ঘরের ডুকে স্বর্নলংকার সহ মালামাল চুরি করে নিয়ে যায়।
সাইদুল জানান আমরা রাতে ঘুমিয়েছি সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরের সামনের দড়জা খোলা। আমি স্থানীয় লোক জন ডেকে ঘরের মধ্যে ডুকে দেখি মালামাল এলোমেলো, আলামিরা সহ নানান আসবাবপত্র ভাঙ্গা। কেবা কাহারা চুরি করেছে জানিনা। বিষয়টি ঢাকায় ফোনে নাঈম বশিরকে জানিয়েছি।
আওয়ামীলীগ নেতা নাঈম মোহাম্মাদ বশির মুঠোফোনে জানান আমার মা-বাবা গত ৪ঠা ফেব্রুয়ারী আমার ঢাকার বাসায় বেড়াতে আসে। আমার চাচা সাইদুল জানিয়েছেন গত রাতে বসত ঘর চুরি হয়েছে। আইনের আশ্রয় নিবো।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান চুরির বিষয় জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করবো।
Print [1]