
দৌলতপুরে পুকুরে ডুবে ১৪ মাসের শিশুর মৃত্যু
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরে ডুবে হামিম নামে ১৪ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের বিন্দিপাড়া গ্রামে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনাটি ঘটে। হামিম ওই এলাকার হাচানুর রহমান (২১) এর ছেলে।
প্রতিবেশি ও হামিমের বাবা হাচানুর রহমান বলেন, আমি বাড়িতে ছিলাম না, সেসময় আমার স্ত্রী সাংসারিক কাজে ব্যস্ত ছিল। এমন সময় আমার ১৪ মাসের নাবালক শিশু সন্তান হামিম খেলতে খেলতে বাড়ির বাইরে গিয়ে প্রতিবেশি মোঃ দুলাল এর পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে গেলে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু হামিমকে মৃত ঘোষনা করেন।
এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হুদা বলেন, হামিম নামে ১৪ মাসের একটি নাবালক শিশু পানিতে ডুবে মারা গেছে। এলাকাবাসি ও চিকিৎসকের সাথে কথা বলে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ছবি: মৃত হামিম।