
লালপুরে মাদকের আসর বসাতে না দেওয়ায় সাংবাদিক সহ বাগান মালিকের নামে থানায় অভিযোগ
লালপুর (নাটোর) প্রতিনিধি; নাটোরের লালপুরে আম বাগানে মাদক ও জুয়ার আসর বসাতে না দেওয়ায় দৈনিক যুগান্তরের লালপুর প্রতিনিধি এবং হাফিজুর রহমান নামে এক বাগান মালিককের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন মাদকসেবী ও মাদকব্যবসায়ীরা। এছাড়া ওই বাগান মালিককের উপর হামলা করে আহত করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার বুধপাড়া গ্রামে এঘটনা ঘটে। হাফিজুর একই এলাকার মৃত আলহাজ্ব জিল্লুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, উপজেলার বুধপাড়া গ্রামের লালু হোসেনের ছেলে রুহুল আমিন, আমজাদ, ইয়াজুল, রাজু, আফিফ সহ বেশ কয়েকজন হাফিজুর রহমানের আম বাগানে নিয়মিত মাদক বেচাকেনা ও জুয়ার আসর বসায়। এনিয়ে একাধিকবার তাদের নিষেধ করলেও তারা কর্ণপাত করে না। শনিবারও তারা ওই বাগানে বসলে তাদের নিষেধ করা হয়। এতে মাদক কারবারিরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে হাফিজুরের স্বজনরা এগিয়ে আসে এবং হাফিজুরকে উদ্ধার করে। এসব মাদকের আস্তানায় একাধিকবার সেনাবাহিনীর যৌথ অভিযান করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।