ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

ভেড়ামারা উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ভেড়ামারা উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হেলাল মজুমদার কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মঙ্গলবার বেলা ১১টায় ভেড়মারা উপজেলা কনফারেন্স রুমে
আইন-শৃংখলা কমিটির মাসিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় অতিথিদের মধ্যে অনেকেই আইন-শৃংখলা পরিস্থিতির নিয়ে বক্তব্য রাখেন। বর্তমানে পার্শ্ববর্তী উপজেলা থেকে ভেড়ামারা উপজেলার পরিস্থিতির সেই তুলনায় অনেকটা ভালো বলে সন্তুষ্ট প্রকাশ করে। রমজান মাসে ফুটপাত দখল করে বাজার বসতে না পারে এবং শহরের ভেতরে যানজট নিরসনে ও অতিরিক্ত মুল্যে বৃদ্ধি করে জিনিসপত্র বিক্রি করতে না পারে সেই জন্য মোবাইল কোট পরিচালনা করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, ভেড়ামারা থানার ওসি তদন্ত রাকিবুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু দাউদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল আহমেদ, উপজেলা জাতীয় মহিলা সংস্থার সমন্বয় কর্মকর্তা আসমান আলি, উপজেলা ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো: জহির উদ্দিন, উপজেলা আইসিটি অফিসার মার্জিয়া খানম, উপজেলা বন কর্মকর্তা
জাহিদ হাসান, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মো: শহীদুল্লাহ, সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক উপস্থিত ছিলেন। এ সভায় সম্প্রতিকালে থানার বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, সহ মাদক চোরাচালান বৃদ্ধি না পাওয়ায় সেই বিষয় নিয়ে আইন-শৃংখলা বাহিনী সজাগ থাকে এবং আইন-শৃংখলার অবনতি যেন না হয়।