ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ , আজকের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

ভেড়ামারায় জাতীয় নাগরিক পার্টি’র(এনসিপি) আয়োজনে ইফতার মাহফিল

 

ভেড়ামারায় জাতীয় নাগরিক পার্টি’র(এনসিপি) আয়োজনে ইফতার মাহফিল

হেলাল মজুমদার কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় নাগরিক পার্টি -এনসিপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৫ শে মার্চ বৃহস্পতিবার ভেড়ামারায় ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, ছাত্র-শ্রমিক,জনতা, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, ওলামায়ে কেরাম ও বিভিন্ন শ্রেণীর নাগরিকদের সম্মানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা নাগরিক কমিটির প্রধান প্রতিনিধি জান্নাতুল ফেরদাউস টনি।

উপজেলা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি শোভন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা, দক্ষিণ অঞ্চলের সংগঠক নয়ন আহমেদ। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র গঠনে ও বাংলাদেশকে  দুর্নীতিমুক্ত করতে প্রয়োজনে নিজের বুকের রক্ত আরো একবার ঢেলে দেব। তবু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ভূলুণ্ঠিত  হতে দেওয়া যাবে না। সভাপতির বক্তব্যে জান্নাতুল ফেরদাউস টনি বলেন,জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে তার স্বাদ আপামর জনসাধারণের মাঝে পৌঁছে দিতে হবে। ‘বাংলাদেশ প্রথম’ এই রাজনীতিক দর্শনকে কেন্দ্র করেই জাতীয় নাগরিক পার্টি সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কুমারখালী উপজেলার প্রতিনিধি কেএমআর শাহীন, আলমাস হাসান মামুন, খোকসা প্রতিনিধি প্রফেসর সাজ্জাদ হোসেন, হেলাল উদ্দিন, কুষ্টিয়া সদর উপজেলা প্রতিনিধি  রাসেল পারভেজ, সাজেদুর রহমান বিপুল, শরিফুল ইসলাম সবুজ,মিরপুর উপজেলা প্রতিনিধি একরামুল হক,বুলবুল আহমেদ, অভি,রাজ, নুরুজ্জামান।আরও বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক সাজ্জাদ হোসেন,মাসুম প্রমূখ। আহতদের মধ্যে থেকে বক্তব্য রাখেন আবু তাছের।
অনুষ্ঠানে কুষ্টিয়ার সকল উপজেলা থেকে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।