
ভেড়ামারা জুনিয়াদহ মুক্তিযোদ্ধা বালিকা বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিল
হেলাল মজুমদার কুষ্টিয়া ২৬ শে মার্চ বুধবার জুনিয়াদহ মুক্তিযোদ্ধা বালিকা বিদ্যালয় মাঠে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য মোঃ শিহাবুল ইসলাম (মেম্বর) এর সভাপতিত্বে ও মীর মাহবুব আলম (মোহন) এর সঞ্চালনায় এবং সিঙ্গাপুর যুব দল এসোসিয়েশন সাধারণ সম্পাদক মীর আব্দুস সামাদ (বিদ্যুৎ) এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোঃ শাহাজান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট মোঃ মহসিন রেজা। জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ এনামুল হক টেংরা। জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মসলেম উদ্দীন মৃধা।