
লক্ষ্মীপুরে বিএনপি নেতা লোকমান সহ ৫০ জনের ১ কোটি টাকার চাঁদাবাজি মামলা, গ্রে*ফতার -৪১
সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি। লক্ষ্মীপুরে বেআইনিভাবে তিন তলা বাণিজ্যিক ভবনসহ ৪ কোটি টাকার সম্পত্তি দখলের ঘটনার মামলায় ব্যবসায়ী আনোয়ার হোসেনসহ ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করে পুলিশ। এর আগে বুধবার (২৬ মার্চ) ভোরে তাদের লক্ষ্মীপুর পৌরসভার মধ্য বাঞ্চানগর এলাকার ওই ভবন থেকে যৌথ বাহিনীর সহ পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিএনপি নেতা লোকমান বহিরাগত লোকজন নিয়ে সেন্ট মার্টিন কমিউনিটি সেন্টারের ভবনটি দখল করেন। জমির মালিক মাঈন উদ্দিন জানান, সেন্ট মার্টিন সাইনবোর্ড খুলে মেসার্স আনোয়ার ট্রেডার্স লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দেন তারা। পরে ভবনের সামনে ১০টি ট্রাক ও ড্রাম্প ট্রাক রেখে সামনের অংশ দখল করে আনোয়ার রাখে। গ্রেপ্তার আনোয়ার ট্রেডার্সের গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- তামিম, লিটন, ফরহাদ, মামুন, বেল্লাল, মানিক, আব্দুল আজিজ রাব্বিসহ ৪০ জন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, যৌথ বাহিনীর সহ ঘটনাস্থল থেকে আনোয়ারসহ ৪১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। জড়িত অন্যদের বিরুদ্ধে অভিযান চলছে।