ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

পত্নীতলায় মাসিক সাহিত্য আড্ডার আসর অনুষ্ঠিত 

পত্নীতলায় মাসিক সাহিত্য আড্ডার আসর অনুষ্ঠিত 

মোহাম্মদ আককাস আলী :

শনিবার (৫ এপ্রিল)বিকালে উদয়ন সাহিত্য ও সাংস্কৃতি গোষ্টীর আয়োজনে নওগাঁর পত্নীতলায় মাসিক সাহিত্য আড্ডার আসর অনুষ্ঠিত হয়েছে। ওই সংগঠনের সভাপতি সাবেক অধ্যক্ষ কবি ড.আবুল হায়াত ইসমাইল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কবি আহম্মদ হোসেন বাবুর সঞ্চালনায় মাসিক সাহিত্য আড্ডায় অংশগ্রহণ করেন বরেন্দ্র সাহিত্য-সংস্কৃতির পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক, দৈনিক মহাদেবপুরের খবর এর প্রকাশক ও সম্পাদক কবি মোহাম্মদ আককাস আলী,কবি মীর আব্দুর রাজ্জাক,কবি মাহবুব হেলাল,কবি শামসুল আলম,কবি অনিমা দেবনাথ, কবি ইব্রাহিম মাসুম, কবি গুলজার রহমান,কবি কবিতা রানী,কবি তহমিনা খাতুন, কবি আশিক জামান,কবি আসমা খাতুন,কবি সুকুমার, কবি সাদিয়া প্রমুখ। মাসিক সাহিত্য আড্ডায় সকল কবিগণ স্বরচিত কবিতা পাঠ করেন। কবিদের কবিতা পাঠে সাহিত্য আড্ডা প্রাণবন্ত হয়ে ওঠে।